জাতীয়

২৭ লাখ টাকা নিজ হেফাজতে রাখায় ডিবির কর্মকর্তা বরখাস্ত

২৭ লাখ টাকা নিজ হেফাজতে রাখায় ডিবির কর্মকর্তা বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অসৎ উদ্দেশ্যে একজন ব্যক্তির বাসা তল্লাশি করে ২৭ লাখ টাকা নিজ হেফাজতে রাখেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান। এ অভিযোগে সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Advertisement

বুধবার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। মঙ্গলবার (১৫ জুলাই) প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. সাজ্জাদুর রহমান বর্তমানে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত। তিনি গোয়েন্দা রমনা বিভাগে সহকারী পুলিশ কমিশনার থাকাকালে অফিসার ও ফোর্সসহ শেরেবাংলা নগর থানার একটি মামলার আসামি গ্রেফতার ও আলামত উদ্ধারের নামে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অসৎ উদ্দেশ্যে গত ৭ ফেব্রুয়ারি নড়াইলের ভাওয়া এলাকায় যান।

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে আসামি মো. আলিমুজ্জামান সৈকতকে আটক করে তার বাসা তল্লাশি করে ২৭ লাখ টাকা বিধি বহির্ভূতভাবে নিজ হেফাজতে নেন সহকারী পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান। পরবর্তীতে এ বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি ২২ লাখ টাকার কথা স্বীকার করেন। ঘটনাস্থলে মামলা সম্পর্কিত প্রযুক্তিগত আলামত (পিসি, ল্যাপটপ ও অনুরূপ সরঞ্জাম) থাকা সত্ত্বেও শূন্য জব্দ তালিকা তৈরি করেন। সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান ৭ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে আসামি মো. আলিমুজ্জামান সৈকতকে আটক করে ও পরে ছেড়ে দেওয়ার বিষয়টি গোপন রাখেন।

Advertisement

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তীতে সহকারী পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান আসামি মো. আলিমুজ্জামান সৈকতের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান এবং নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন। তার এমন আচরণ ‘অসদাচরণ’ এর শামিল ও শাস্তিযোগ্য অপরাধ। সাজ্জাদুর রহমানকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুসারে অসদাচরণের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী ১৩ জুলাই থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

টিটি/এমএএইচ/এএসএম