গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে তারা বলেন, এই হামলা প্রমাণ করে যে এখনো প্রশাসনের একটি অংশ ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রতি আনুগত্যশীল হয়ে কাজ করছে।
Advertisement
বুধবার (১৬ জুলাই) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এই হামলাকে ‘আওয়ামী ফ্যাসিস্ট চক্রের গভীর ষড়যন্ত্র’ বলে উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের পরও গণহত্যাকারী দলের সন্ত্রাসীরা দেশে নৈরাজ্য ও সহিংসতা সৃষ্টি করে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এনসিপির পূর্বঘোষিত একটি শান্তিপূর্ণ কর্মসূচির ওপর হামলা, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।’
আরও পড়ুন সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-সারজিসরা গোপালগঞ্জে ১৪৪ ধারা জারিতারা অভিযোগ করেন, ‘স্থানীয় প্রশাসন ও পুলিশ হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটি প্রমাণ করে যে এখনো প্রশাসনের একটি অংশ ফ্যাসিবাদী গোষ্ঠীর প্রতি আনুগত্যশীল হয়ে কাজ করছে।’
Advertisement
বিবৃতিতে তারা আরও বলেন, ‘বিগত সময়ের গণহত্যা ও দমন-পীড়নের বিচার না হওয়ায় দুষ্কৃতকারীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। কিন্তু দেশের মানুষ আর কোনোভাবে ফ্যাসিবাদের পুনরুত্থান চায় না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং জুলাই শহীদদের রক্তঋণ পূরণে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
ছাত্রশিবিরের নেতারা গোপালগঞ্জের হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করে তারা বলেন, ‘ফ্যাসিস্ট আমলে নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভূমিকা এখনই তদন্ত করে দেখতে হবে। তাদের অবিলম্বে প্রত্যাহার করে নতুন প্রশাসন গঠন করতে হবে।’
এএএম/কেএসআর/এএসএম
Advertisement