গোপালগঞ্জ থেকে মাদারীপুর জেলায় আসবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বিকেল ৩টায় সমাবেশ করার কথা থাকলেও এখনো তারা মাদারীপুরে পৌঁছাননি।
Advertisement
বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলার পর মাদারীপুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গোপালগঞ্জ থেকে মাদারীপুর আসার পথে জেলার প্রবেশদ্বার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর, ঘটকচর, খাগদি, মোস্তফাপুর, বাসস্ট্যান্ড, ডিসি ব্রিজ, শকুনি লেকসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় র্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত আছেন। তারা সবাই জাতীয় নেতাদের জন্য অপেক্ষায় আছেন।
Advertisement
মাদারীপুর সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, এনসিপির সমাবেশকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে সবশেষ পাওয়া তথ্যমতে, সেনাবাহিনীর সহায়তায় এনসিপির নেতারা মাদারীপুরের উদ্দেশ্যে গোপালগঞ্জ ত্যাগ করেছেন।
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এমএস
Advertisement