গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত পদযাত্রা ও সমাবেশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
Advertisement
বুধবার (১৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি ‘ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ’-এর হুঁশিয়ারি দেন।
নুর লেখেন, ‘সারাদেশের লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে। এনসিপির সমাবেশ ও যাত্রাপথে আজকের হামলা প্রমাণ করে ১১ মাসেও এদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনাবোধ তৈরি হয়নি। বরং এরা প্রতিশোধপরায়ণ হিংস্র জন্তুতে পরিণত হয়েছে।’
তিনি কঠোর ভাষায় বলেন, ‘ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে।’
Advertisement
সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে নুর বলেন, ‘প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত ও সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে ‘ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ’ করবো।’
গোপালগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘ফ্যাসিবাদ নির্মূল করতে আপনারাও আওয়াজ তুলুন, পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে।’
এর পাশাপাশি পরবর্তী একটি পোস্টে নুরুল হক নুর গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে রাজধানীর পল্টন মোড় থেকে সন্ধ্যা ৭টায় মশাল মিছিলের ঘোষণা দেন।
এএএম/বিএ/এমএস
Advertisement