জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছেন। আর বাইরে আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
Advertisement
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি হাসনাতের সঙ্গে কথা বলেছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।
রাফে সালমান রিফাত লিখেছেন, হাসনাতের সঙ্গে কথা হলো। অবরুদ্ধ পরিস্থিতির অবস্থা ভালো না। মাইকিং করে লোক জড়ো করা হচ্ছে। এসপি অফিস ঘিরে রেখেছে এখনো।
তিনি আরও লেখেন, আশপাশের জেলা থেকে পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, কোস্টগার্ড গোপালগঞ্জের দিকে মুভ করছে। তাদের (এনসিপি নেতাকর্মী) উদ্ধার করে আনার জন্য।
Advertisement
এএএইচ/এমআইএইচএস/এএসএম