জাতীয়

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

রাজধানীতে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু

পুরান ঢাকার সূত্রাপুরে কাগজিটোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণে দগ্ধ রোকন (১৪) ও তামিম (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।

Advertisement

মঙ্গলবার (১৫ জুলাই) রাত পৌনে ৩টার দিকে ও বুধবার (১৬ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের হাই ডিফেন্সিভ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।

গত বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত সাড়ে ৩টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ভুক্তভোগীদের প্রতিবেশী জাকির হোসেন জানান, সূত্রাপুরে কাগজিটোলা এলাকার একটি বাসার নিচ তলায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

Advertisement

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, পুরান ঢাকার সূত্রাপুর কাগজিটোলার একটি বাসায় গ্যাস লিকেজে বিস্ফোরণে দগ্ধ পাঁচজন আমাদের এখানে আসে। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রোকনের মৃত্যু হয়, তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। বুধবার (১৬ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে তামিমের মৃত্যু হয়, তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে এক বছরের শিশু আয়েশার মৃত্যু হয়। এখনও দুইজন চিকিৎসাধীন।

কাজী আল আমিন/এসএনআর/জেআইএম

Advertisement