খেলাধুলা

দিয়াবাতের নতুন ঠিকানা আবাহনী!

দিয়াবাতের নতুন ঠিকানা আবাহনী!

সোলেমান দিয়াবাতে নতুন মৌসুমে মোহামেডানে থাকছেন না, সেটা নিশ্চিত হয়েছে কয়েকদিন আগেই। মোহামেডান ক্লাব নিজেদের পক্ষ থেকেই দীর্ঘদিনের এই সঙ্গীকে না করে দিয়েছে।

Advertisement

তারপর থেকেই ফুটবল অঙ্গনে প্রশ্ন ছিল, মালির এই গোলমেশিনকে এবার কোন ক্লাবে দেখা যাবে? এ বিষয়ে দিয়াবাতে কিছুই পরিষ্কার করেননি।

তবে শোনা যাচ্ছে, মোহামেডানের ছেড়ে দেওয়া এই স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী।

একটি সূত্র দাবি করেছে, নতুন মৌসুমে দিয়াবাতেকে আবাহনীর জার্সি গায়ে দেখা যাওয়াটা প্রায় নিশ্চিত। যদিও আবাহনী থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছুই প্রকাশ করা হয়নি।

Advertisement

ক্লাবের কর্মকর্তা কাজী নজরুল ইসলামের কাছে জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জাগো নিউজের এই প্রতিবেদকের ফোন ধরেননি।

আগামীকাল বৃহস্পতিবার থেকে আবাহনী এএফসি চ্যালেঞ্জ লিগের প্রস্তুতি শুরু করবে।

মালির এই ফরোয়ার্ড ২০১৯ সালে মোহামেডানে যোগ দিয়েছিলেন। তারপর থেকে সাদা-কালোদের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন তিনি। মোহামেডানের জার্সিতে খেলেছেন শতাধিক ম্যাচ। গোল আছে প্রায় ১০০টি।

আরআই/এমএইচ/

Advertisement