খেলাধুলা

লজ্জার হারের পর কিংবদন্তিদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জরুরি সভা

লজ্জার হারের পর কিংবদন্তিদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জরুরি সভা

কিংস্টনে দিবারাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। এতে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা।

Advertisement

৭০ বছরের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউটের লজ্জাজনক ঘটনার জেরে জরুরি সভা ডেকেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)। ক্রিকেট স্ট্র্যাটেজি কমিটির সঙ্গে বোর্ডের এই বৈঠকে মতামতের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কিংবদন্তি তিন ব্যাটসম্যান- ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস ও ব্রায়ান লারাকে।

এক বিবৃতিতে বোর্ড সভাপতি ড. কিশোর শ্যালো বলেন, ‘তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে আমি ক্রিকেট স্ট্র্যাটেজি অ্যান্ড অফিসিয়েটিং কমিটির চেয়ারকে অনুরোধ করেছি একটি জরুরি বৈঠক ডাকার জন্য। যাতে সাম্প্রতিক টেস্ট সিরিজ, বিশেষ করে শেষ ম্যাচটি বিশ্লেষণ করা যায়।’

তিনি আরও বলেন, ‘আলোচনাকে আরও ফলপ্রসূ করতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের ইতিহাসের তিন কিংবদন্তি ব্যাটসম্যান- স্যার ক্লাইভ লয়েড, স্যার ভিভিয়ান রিচার্ডস ও ব্রায়ান লারাকে। তারা যোগ দেবেন কমিটিতে থাকা ড. শিভনারায়ণ চন্দরপল, দ্য মোস্ট অনারেবল ডেসমন্ড হেইনস ও ইয়ান ব্র্যাডশর সঙ্গে।’

Advertisement

এই পদক্ষেপ এমন এক সময়ে এসেছে যখন বোর্ডের কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। সাবেক স্পিনার দীননাথ রামনারাইন এক প্রবন্ধে লিখেছেন, ‘বোর্ড সদস্যরা নিজেদের ইচ্ছেমতো সুবিধা নিচ্ছেন, খেলোয়াড় নির্বাচন করছেন ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে, মেধায় নয়। জাতীয় দলের ফলাফল তাদের কাছে গুরুত্বহীন। আমরা জিতি বা হারি, কিংবা আন্তর্জাতিক মঞ্চে অপমানজনকভাবে ভেঙে পড়ি, তারা তাদের ক্ষমতা ধরে রাখে।’

‘ভক্তরা আর প্রতারিত হতে চাচ্ছেন না। তারা প্রতিবাদে নয়, নীরবতায় খেলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গ্যালারি ও তৃণমূল পর্যায় থেকে আবেগ হারিয়ে যাচ্ছে। আর যারা ক্ষমতায় আছেন তারা সেই আসনে আঁকড়ে আছেন। ফলাফলের তোয়াক্কা না করে, সমালোচনায় কান না দিয়ে।’

তিনি লেখেন, ‘আমরা যখন পরাজিত হই, মাত্র কয়েক রানে নয় বরং ১০০ রানের মত বড় ব্যবধানে, এমনকি যুক্তরাষ্ট্রের মত দলের কাছে (হেরে যাই), তখনও নেই কোনো আত্মবিশ্লেষণ, নেই কোনো জবাবদিহিতা। কেউ পদত্যাগ করে না। একই চেনা মুখ, একই ব্যর্থ অজুহাত, একই ব্যর্থ পরিকল্পনা চালিয়ে যায়।’

তবে বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়নি, এই পর্যালোচনামূলক বৈঠক কোথায়-কখন অনুষ্ঠিত হবে।

Advertisement

বোর্ড সভাপতি বলেন, ‘এই পদক্ষেপ কেবল আনুষ্ঠানিকতা নয়। এই মানুষগুলো আমাদের সোনালী যুগ গড়ে তুলেছেন, তাদের অভিজ্ঞতা আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ রূপ দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, এই বৈঠক থেকে বাস্তবসম্মত এবং কার্যকর সুপারিশ বেরিয়ে আসুক।’

টেস্ট সিরিজ শেষ করে আগামী ২১ জুলাই থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া। এরপর আগস্টে সাদা বলের সিরিজে পাকিস্তানকে আতিথ্য দেবে ক্যারিবীয়রা।

এমএইচ/জেআইএম