ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে আব্দুল জলিল (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের তরফ পাছাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল একই গ্রামের প্রয়াত আব্দুল মজিদের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।
Advertisement
তিনি জানান, বিকেলে কোদাল দিয়ে জমিতে কাজ করতে যান আব্দুল জলিল। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়।
কামরুজ্জামান মিন্টু/এসআর/এএসএম