পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবার নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে জাগো নিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ার্নেস উইং) পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
তিনি বলেন, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সাভার মডেল থানায় এটিইউর দায়ের করা একটি মামলায় র্যাব গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে শামিনকে গ্রেফতার করে এবং সেদিনই তাকে এটিইউতে হস্তান্তর করে। পরে শামিনকে ঢাকার এক আদালতে হাজির করা হলে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এটিইউর এসপি মাহফুজুল আলম রাসেল বলেন, বর্তমানে তিনি আমাদের হেফাজতে আছেন।
Advertisement
টিটিপির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশে এ পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২ জুলাই টিটিপির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় নিজ দোকান থেকে ফয়সাল নামে একজনকে আটক করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। পরদিন তাকে সিআরপিসি ৫৪ ধারায় ঢাকার এক আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।
ফয়সালকে আটকের পর গত ৫ জুলাই ফয়সালসহ ছয় যুবকের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন অ্যান্টি টেরোরিজম ইউনিটের ইন্টেলিজেন্স শাখার পরিদর্শক আব্দুল মান্নান। মামলার অন্য আসামিরা হলেন- আল ইমরান ওরফে ইঞ্জিনিয়ার ইমরান হায়দার, রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাসুদ এবং মো. সানাফ হাসান।
২০২৩ সালের ২৩ জুন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার প্রতিষ্ঠাতা শামিন মাহফুজ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছিল। তবে তিনি কীভাবে জেল থেকে ছাড়া পেয়েছেন তা জানাতে পারেনি এটিইউ।
টিটি/বিএ/এএসএম
Advertisement