রাজধানী ঢাকায় আজ মঙ্গলবার দিনভর ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্থল নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারাদেশেই বৃষ্টি হচ্ছে। আগামীকাল বুধবারও ঢাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
Advertisement
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জাগো নিউজকে বলেন, আগামীকালও রাজধানীতে বৃষ্টি হতে পারে। তবে আজকের চেয়ে বৃষ্টি কম থাকবে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৪১ মিলিমিটার। তবে দিনের বেলায় বৃষ্টি বেশি হয়েছে। আগামী দুদিন ঢাকায় বৃষ্টি কমতে পারে।
আজ মঙ্গলবার সকাল ৯টার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। থেমে থেমে এই বৃষ্টি ঝরে দুপুর পর্যন্ত। এরপর দুপুর থেকে শুরু হয় ভারী বৃষ্টিপাত। পরে বিকেলে বৃষ্টি কমে আসে।
আরও পড়ুন বিরল ম্যাচে ভুটানকে সহজে হারালো বাংলাদেশের মেয়েরা ইসিতে ৪৩ হাজার পৃষ্ঠার নথি জমা দিয়েও ‘বাছাইয়ে ফেল’ এনসিপিসন্ধ্যায় আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বুধবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।
Advertisement
গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ১৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজশাহীর তাড়াশে।
আরএএস/কেএসআর/এএসএম