সম্প্রতি বাজারে ডলারের প্রবাহ বাড়ায় মুদ্রাটির ব্যাপক দরপতন দেখা দিয়েছে। ডলারের দরপতনে টাকার যখন শক্তি বাড়ছে, এমন সময়ে বেশি দামে ডলার কিনছে সরকার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১৫ জুলাই) নিলামের মাধ্যমে ১২১ টাকা ৫০ পয়সা দরে ৩১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কিনেছে। এ নিয়ে দুই দফার নিলামে মোট কেনা হলো ৪৮ কোটি ৪০ লাখ ডলার।
Advertisement
এদিকে, টানা চারদিন দাম কমার পর একই দিন আজ আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ফের ডলারের দাম বেড়েছে। এদিন প্রতি ডলারের দাম বেড়েছে ১ টাকা ৪০ পয়সা।
অর্থনীতি বিশ্লেষক ও ব্যাংকারদের মতে, বেশি দামে ডলার কিনলেও সরকারের এ পদক্ষেপ বাজারে স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হতে পারে।
আরও পড়ুন চারদিন পর বাড়লো ডলারের দাম প্রথমবার নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংকবাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারের সর্বোচ্চ দাম ১২১ টাকা ৫০ পয়সা এবং সর্বনিম্ন দাম ১২০ টাকা ৮০ পয়সা। প্রতি ডলারের গড় দাম ১২১ টাকা ১১ পয়সা। একদিন আগেই গতকাল সোমবার গড় দাম ছিল ১১৯ দশমিক ৭১ টাকা, অর্থাৎ একদিনেই বেড়েছে ১ টাকা ৪০ পয়সা।
Advertisement
এদিকে, আজকের দ্বিতীয় নিলামে ২২টি ব্যাংকের কাছ থেকে ৩১ কোটি ৩০ লাখ ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক। যেখানে প্রতি ডলারের দাম ক্রয়মূল্য ১২১ টাকা ৫০ পয়সা। এর আগে গত রোববার (১৩ জুলাই) প্রথম নিলামে একই দরে (১২১ টাকা ৫০ পয়সা) ১৭ কোটি ১০ লাখ ডলার কেনা হয়েছিল।
দুই দফা নিলামে মোট ৪৮ কোটি ৪০ লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক, যা সাম্প্রতিক সময়ে বাজার হস্তক্ষেপে বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে দাম কমছিল। রপ্তানিকারক ও প্রবাসীদের স্বার্থরক্ষায় বাজারমূল্য ধরে রাখতে নিলামের মাধ্যমে ডলার কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, প্রয়োজনে ভবিষ্যতেও বাজার থেকে ডলার কেনা হবে, যেন বাজারে নেতিবাচক প্রভাব না পড়ে।
Advertisement
আগে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হলেও এখন বিপরীত কৌশলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ডলার সংকট সামাল দিতে গত তিন অর্থবছরে প্রায় ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ থেকে বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। তবে সাম্প্রতিক সময়ে আমদানি কমে যাওয়া, এলসি খোলার হার হ্রাস এবং প্রবাসী আয় ও রপ্তানি প্রবাহ বাড়ার ফলে বাজারে ডলারের সরবরাহ বেড়েছে।
আরও পড়ুন এক সপ্তাহে ডলারের দাম কমলো ২ টাকা ৯০ পয়সাফলে অনেক ব্যাংক ডলার ধরে রাখতে আগ্রহী নয়, বরং বিক্রি করে দিতে চায়। ডলারের দরপতনের এ পরিস্থিতিতে বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক।
অর্থনীতিবিদ ও ব্যাংকাররা বলছেন, ডলারের দাম বেড়ে যাওয়া মূল্যস্ফীতির একটি বড় কারণ। ডলারের দাম বাড়লে জনগণের ভোগান্তিও বাড়ে। গত সপ্তাহে ডলারের দাম প্রায় ২ টাকা ৯০ পয়সা পর্যন্ত কমে গিয়েছিল। আজকের দাম বাড়ার ঘটনাকে তারা কেন্দ্রীয় ব্যাংকের ভারসাম্য রক্ষার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন।
ইএআর/এমকেআর/এএসএম