বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিয়োগ পরীক্ষা ছাড়াই চিকিৎসক নিয়োগের অভিযোগে হাসপাতালটিতে অভিযান চালানো হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১৫ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়।
দুদকের জনসংযোগ দপ্তর জানায়, অভিযানে শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১, বোর্ড অনুমোদিত নিয়োগবিধি ২০১১ ও বোর্ড সভার সিদ্ধান্তসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়।
পর্যালোচনায় দেখা যায়, বোর্ডের ২২তম সভার সিদ্ধান্ত অনুসারে ২০২৫ সালের ১ জুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। যার মাধ্যমে ছয় মাসের জন্য এডহক ভিত্তিতে আবাসিক মেডিকেল অফিসার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। একটি চার সদস্যবিশিষ্ট বাছাই কমিটির মাধ্যমে আবেদন যাচাই করে ৬৫ জনকে প্রাথমিকভাবে বাছাই করে নিয়োগপত্র দেওয়া হয়।
Advertisement
আভিযানিক টিম জানতে পারে, নিয়োগপ্রাপ্তদের মধ্যে অধিকাংশই অবৈতনিক চিকিৎসক, এমডি শিক্ষার্থী এবং প্রশিক্ষণার্থী। প্রতিষ্ঠানটির জন্য এখনো নির্ধারিত কোনো প্রবিধান প্রণয়নও হয়নি।
অভিযানে সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, যা বিশ্লেষণ করে কমিশন বরাবর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
এসএম/এমকেআর/এএসএম
Advertisement