আসন্ন জাতীয় সমাবেশ কেন্দ্র করে নিরাপত্তা ও ব্যবস্থাপনা ইস্যুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য এই সমাবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ডিএমপি সদরদপ্তরে এ বৈঠক হয়।
Advertisement
এদিন বিকেল ৩টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত চলা বৈঠকে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। অন্য সদস্যরা হলেন শফিকুল ইসলাম মাসুদ, রেজাউল করিম, অ্যাডভোকেট আতিকুর রহমান, মো. দেলাওয়ার হোসেন, মো. কামাল হোসেন এবং আবদুস সাত্তার সুমন।
বৈঠকে ডিএমপির পক্ষ থেকে সভাপতিত্ব করেন অতিরিক্ত কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপারেশনস) নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন যুগ্ম কমিশনার (অপারেশনস) মো. শহিদুল্লাহ। এছাড়া পুলিশের ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
Advertisement
সভা শেষে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, জাতীয় সমাবেশ ঘিরে নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, দূর-দূরান্ত থেকে আগত গাড়ি পার্কিং ও চলাচলসহ সার্বিক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ডিএমপি কর্তৃপক্ষ সহযোগিতার আশ্বাস দিয়েছে।
অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, জাতীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ডিএমপি সর্বোচ্চ সহযোগিতা করবে।
জানা গেছে, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ঘোষণা দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নেতাকর্মীর ঢাকায় আগমনের সম্ভাবনা থাকায় আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
এএএম/এমআইএইচএস/এএসএম
Advertisement