গ্লোবাল উচ্চশিক্ষার স্বপ্নপূরণকে আরও এক ধাপ এগিয়ে নিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টাডি ইন মালয়েশিয়া এডুকেশন ফেয়ার-২০২৫। ব্যতিক্রমধর্মী এ শিক্ষামেলা আগামী ১৮ জুলাই শুরু হয়ে ২৪ জুলাই পর্যন্ত দেশের তিনটি প্রধান শহর ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় অনুষ্ঠিত হবে।
Advertisement
মালয়েশিয়ার প্রতিষ্ঠান ইএমজিএস এ মেলার আয়োজন করছে, যেখানে শিক্ষার্থীরা পাবেন মালয়েশিয়ার বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি ভর্তির সুযোগ।
মেলা উপলক্ষে মঙ্গলবার রাজধানীর গুলশান ক্লাবে ঢাকায় এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। এতে বাংলাদেশে মালয়েশিয়ার রাষ্ট্রদূত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ইএমজিএসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশে মেলার আয়োজক ‘নলেজ হাব বাংলাদেশ’ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী ১৮ ও ১৯ জুলাই বনানীতে হোটেল সেরেনায়, ২১ জুলাই খুলনায় হোটেল ক্যাসল সালামে এবং ২৪ জুলাই চট্টগ্রামে হোটেল দ্য পেনিনসুলায় মেলাগুলো অনুষ্ঠিত হবে।
Advertisement
মেলাতে অংশ নিচ্ছে মালয়েশিয়ার শীর্ষ ১৫টিরও বেশি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। যার মধ্যে রয়েছে—ইউনিভার্সিটি মালয়া (UM), ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (UTM), এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (APU), UCSI, MMU, MSU, SEGi এবং আরও অনেক প্রতিষ্ঠান।
মেলায় আবেদনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অবিশ্বাস্য উপহার। যেমন- ফ্রি এয়ার টিকিট অথবা ব্র্যান্ড নিউ ল্যাপটপ, আকর্ষণীয় গুডি ব্যাগ ও লাইভ ৩৬০ ক্যামেরা বুথে ছবি তোলার সুযোগ—যেখানে শিক্ষার্থী ও ভিজিটররা সুন্দর মুহূর্ত ধরে রাখতে পারবেন।
এর অংশ হিসেবে ঢাকায় একটি এক্সক্লুসিভ নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাংলাদেশের স্কুল-কলেজের কাউন্সেলর ও মিডিয়া ব্যক্তিত্বরা।
এ সেশনের লক্ষ্য দুদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়াকে একটি পছন্দসই শিক্ষা গন্তব্য হিসেবে তুলে ধরা।
Advertisement
এএএইচ/এমকেআর/এএসএম