চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে মা ও মেয়ে বিষপান করেছেন। এতে মেয়ে জান্নাত আক্তার (১৮) মারা গেছেন। মা পারুল বেগম (৪৫) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
Advertisement
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার রাড়ি বাড়িতে এ ঘটনা ঘটে। পারুল বেগম স্থানীয় জয়নাল আবেদীনের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, জয়নাল আবেদীনের সংসারে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকালে মা ও মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে জান্নাত ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে মাও কিটনাশক পান করেন।
বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকরা অবস্থা গুরুতর দেখে দুজনকেই চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জান্নাত আক্তার মারা যান।
Advertisement
এ বিষয়ে জান্নাতের বাবা জয়নাল আবেদীন বলেন, ‘আমার মেয়ে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। সে প্রায়ই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো। সকালে নামাজ শেষে বাজারে গেলে ফোনে খবর পাই, ওরা দুজনেই বিষ খেয়েছে।’
তিনি বলেন, ‘দ্রুত বাড়ি ফিরে তাদের প্রথমে ফরিদগঞ্জ হাসপাতালে নিই। পরে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে মেয়েটা মারা যায়। এখনো আমার স্ত্রীর জ্ঞান ফেরেনি।’
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, পারিবারিক কলহের জেরে মা ও মেয়ে বিষপান করেছেন। মেয়ে জান্নাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
শরীফুল ইসলাম/এসআর/জেআইএম
Advertisement