দেশজুড়ে

দুই মিনিটের ঝড়ে লন্ডভন্ড চার গ্রামের ঘর-বাড়ি

দুই মিনিটের ঝড়ে লন্ডভন্ড চার গ্রামের ঘর-বাড়ি

মাত্র দুই মিনিটের ঝড়। তাতেই লন্ডভন্ড সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চরচিলগাছা, চিলগাছা, বাহুকা ও ইটালি গ্রামের অন্তত ২০টি ঘর-বাড়ি।

Advertisement

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে আচমকা এসব এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড়। ঝড়ের দাপটে রাস্তায় উপড়ে পড়েছে একাধিক গাছ। বিচ্ছিন্ন হয়ে পড়ে বৈদ্যুতিক সংযোগ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জাগো নিউজকে জানান, ওই চার গ্রামের ১৫ ঘর-বাড়ি একদম লন্ডভণ্ড ও পাঁচ বাড়ির আংশিক ক্ষতি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে শুকনো খাবার সরবরাহ করছি। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। বুধবার সরকারিভাবে তাদের ঢেউটিন ও আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

স্থানীয়রা জানায়, বিদ্যুতের তারে গাছ ভেঙে পড়ায় পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে চোখের নিমিষেই ধসে পড়ে ঘরবাড়ি।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, দুপুর ২টার পর কালো মেঘের মতো ভেসে আসতে থাকে। মাত্র ২ মিনিটের মধ্যে চার গ্রামের প্রায় ২০-২৫টি টিনের ঘর ও গাছপালা ভেঙে গেছে। কিছু কিছু ঘরবাড়ি উড়ে গেছে। বেশ কিছু গাছ রাস্তার ওপরে ভেঙে পড়ায় চলাচল বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে।

চরচিলগাছা গ্রামের ক্ষতিগ্রস্ত রুবেল শেখ বলেন, বৃষ্টির সময় পরিবার নিয়ে ঘরের মধ্যেই বসে ছিলাম। আচমকা ঘূর্ণিঝড় শুরু হয়ে সংসারের সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে।

রতনকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মেরাজ হোসেন মিসবাহ জাগো নিউজকে বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

এম এ মালেক/এএইচ/জেআইএম

Advertisement