পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেতলে হত্যার ঘটনায় মাহমুদুল হাসান মহিনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
Advertisement
মঙ্গলবার (১৫ জুলাই) এ মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার ওসি মনিরুজ্জামান তাকে আবারও ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এদিন আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
আরও পড়ুন
Advertisement
গত বুধবার (৯ জুলাই) ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে নৃশংসভাবে লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যা করা হয়।
এ ঘটনায় তার বড় বোন বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়া পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনেও পৃথক মামলা করে। হত্যা মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
এমআইএন/এমকেআর/জেআইএম
Advertisement