রাজধানীর শাহবাগ মোড় ট্রাফিক পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (১৪) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিঠু বলেন, আমরা দুপুর দেড়টার দিকে খবর পেয়ে শাহবাগ মোড় ট্রাফিক পুলিশ বক্সের পাশে এক কিশোরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।
Advertisement
এসআই মিঠু বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজী আল-আমিন/বিএ/এএসএম