জাতীয়

শ্রমিকদের সব অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে

শ্রমিকদের সব অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে

শ্রমিকদের সব অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি জানান, শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক শ্রম মানদণ্ড ও বিভিন্ন শ্রম কনভেনশন অনুযায়ী এটা নিশ্চিত করা হবে।

Advertisement

মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকার একটি হোটেলে শ্রম কল্যাণ কেন্দ্র আয়োজিত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই কোর্সে শ্রম আইন, কর্মপরিবেশ উন্নয়ন এবং শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ দেওয়া হবে।

শ্রম সচিব বলেন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এ বিদ্যমান শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, যৌথ দরকষাকষির প্রক্রিয়া, শিশুশ্রম নিরসন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং গৃহকর্মীদের সুরক্ষা নীতিমালা বাস্তবায়নে মন্ত্রণালয় কাজ করছে।

তিনি জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুসারে শ্রম আইন সংশোধন ও শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

সচিব বলেন, শ্রম কল্যাণ কেন্দ্রগুলো শ্রমিক ও তাদের পরিবারের স্বাস্থ্যসেবা, বিনোদনমূলক কার্যক্রম এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম তারিকুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রম কল্যাণ কেন্দ্রের সিনিয়র মেডিকেল অফিসার, শ্রম অধিদপ্তরের কর্মকর্তাসহ অনেকে।

এমএএস/এমআইএইচএস/জেআইএম

Advertisement