ডিএমপির গুলশান বিভাগের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও বর্তমানে সিআইডি ফরিদপুরের পরিদর্শক মো. ইকরাম আলী মিয়া, তার স্ত্রী কানিজ ফাতেমা মুক্তা এবং স্বার্থ সংশ্লিষ্ট অন্যদের নামে থাকা পাঁচ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
Advertisement
মঙ্গলবার (১৫ জুলাই) এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে এ আবেদন করেন সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন।
জব্দের আদেশ দেওয়া এসব জমি ও ফ্ল্যাট ঢাকার ধানমন্ডি, গুলশান, বাড্ডা, কেরানীগঞ্জ এবং গোপালগঞ্জে অবস্থিত, যার সর্বমোট মূল্য পাঁচ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৭২১ টাকা। এসব সম্পত্তির স্বার্থ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা হলেন—রওশন আরা বেগম, তানিয়া আক্তার ও মো. ইমদাদুল হক।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, ইকরাম আলী ও তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন—এমন তথ্য বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
Advertisement
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তার নিজের, স্ত্রী কানিজ ফাতেমা মুক্তা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিম্নবর্ণিত স্থাবর সম্পদসমূহ জব্দ করা প্রয়োজন। তাদের স্থাবর সম্পদসমূহ জব্দ করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে আবেদনে জানায় দুদক।
এমআইএন/এমকেআর/জেআইএম