ক্যাম্পাস

জুলাই মাসে ঢাবিতে নতুন দুই দিবস পালনের ঘোষণা উপাচার্যের

জুলাই মাসে ঢাবিতে নতুন দুই দিবস পালনের ঘোষণা উপাচার্যের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাম্প্রতিক আন্দোলনের ইতিহাসে নারীদের অসামান্য ভূমিকা এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদের প্রতিরোধকে সম্মান জানাতে দুইটি বিশেষ দিবস ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

Advertisement

সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টায় রাজু ভাস্কর্যে ‘জুলাই উইমেনস ডে’ উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ ঘোষণা দেন। ১৪ জুলাইকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী দিবস’ এবং ১৭ জুলাইকে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা দেন তিনি।

উপাচার্য বলেন, আমরা অঙ্গীকারাবদ্ধ যে, জুলাইয়ে শিক্ষার্থীরা যে অবদান রেখেছেন তা অসামান্য। তাদের সে অবদানের স্বীকৃতি হিসেবে ১৪ জুলাইকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থী দিবস’ এবং ১৭ জুলাইয়ে ছাত্রলীগের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধকে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ ঘোষণা করছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে যুক্ত হবে। আমরা প্রতিবছর এ দিনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।

আরও পড়ুন প্রাথমিক বাছাইয়ে এনসিপিসহ কোনো দলই ‘উত্তীর্ণ’ হতে পারেনি ডকুমেন্টারি প্রদর্শনীর মধ্য দিয়ে জুলাই ওমেনস ডে উদযাপন

তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে স্কুল, কলেজ, মাদরাসার অবদান অতুলনীয়। আমরা তাদের অবদানকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই একসঙ্গে কাজ করবো।

Advertisement

২০২৪ সালের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল, শামসুন্নাহার হলসহ বিভিন্ন ছাত্রী হল থেকে হাজারও নারী শিক্ষার্থী রাজু ভাস্কর্যের দিকে মিছিল নিয়ে বের হন। সেই স্মৃতিকে কেন্দ্র করে এবারও সেই দিনটিতে রাতে নারী শিক্ষার্থীরা মিছিল করেন।

এ উপলক্ষে আয়োজিত সভায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি নিজের বক্তব্য শেষ করেন ১৪ জুলাইয়ের ঐতিহাসিক স্লোগানগুলো দিয়ে।

‘জুলাই উইমেনস ডে’ উপলক্ষে সন্ধ্যা ৬টা থেকেই নানান আয়োজন চলে। রাজু ভাস্কর্যের পাদদেশে সংগীত পরিবেশন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। পুরো আয়োজনজুড়ে ছিল স্মৃতিচারণ, প্রতিবাদ আর অঙ্গীকার, যাতে আগামী দিনেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা বহমান থাকে।

এফএআর/কেএসআর/এএসএম

Advertisement