আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রে ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে সোমবার (১৩ জুলাই) রাতভর ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে নিউইয়র্ক ও নিউ জার্সির বহু এলাকা। এতে রাস্তায় আটকে পড়েছে অসংখ্য গাড়ি, বন্ধ হয়ে গেছে সাবওয়ে লাইন, কিছু এলাকায় ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।

Advertisement

নিউইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া এবং আশপাশের রাজ্যগুলোতে জারি করা হয়েছে আকস্মিক বন্যার সতর্কতা ও সতর্কবার্তা। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নিউ জার্সির স্কচ প্লেইনস এলাকায় একটি বড় সড়কে পানি জমে যানবাহন থেমে পড়ে, বাসও আটকে যায়।

নিউ জার্সির গভর্নর ফিল মারফি রাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জনগণকে ঘরে থাকার ও অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

আরও পড়ুন>>

Advertisement

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৪, এখনো নিখোঁজ অনেকে টেক্সাসের বন্যা এত প্রাণঘাতী হলো কীভাবে? ‘আমরা ভেসে যাচ্ছি’: মৃত্যুর আগে পরিবারের কাছে শেষ বার্তা তরুণীর

এদিকে, বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় নিউইয়র্ক শহরে কিছু সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ রাখা হয়, আর কিছু লাইন চলছিল দীর্ঘ বিলম্বে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনে গলগল করে পানি ঢুকছে, আর যাত্রীরা ট্রেনের ভেতর থেকে তা দেখছেন। একটি ছবিতে দেখা যায়, ট্রেনের মেঝেতে পানি উঠতে শুরু করায় যাত্রীরা সিটের ওপর দাঁড়িয়ে রয়েছেন।

নিউইয়র্কের কিছু প্রধান সড়ক—যেমন সো মিল রিভার পার্কওয়ে ও ক্রস ব্রঙ্কস এক্সপ্রেসওয়ের কিছু লেন বন্ধ করে দেওয়া হয়। কোথাও কোথাও গাছ উপড়ে পড়েছে।

ওয়েস্টচেস্টার কাউন্টিতে কয়েকটি গাড়ি পানিতে ডুবে যাওয়ায় উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। কাউন্টি এক্সিকিউটিভের মুখপাত্র ক্যারোলিন ফোর্টিনো জানান, বর্তমানে বাসিন্দাদের সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলতে অনুরোধ করা হচ্ছে।

স্টেটেন আইল্যান্ডেও বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সেখানে এরই মধ্যে ৪ থেকে ৬ ইঞ্চি (১০ থেকে ১৫ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

Advertisement

পেনসিলভানিয়ার সাউথইস্ট অঞ্চলের মাউন্ট জয় শহরে পাঁচ ঘণ্টার কম সময়ের মধ্যে সাত ইঞ্চির বেশি বৃষ্টি হয়। শহরটি জরুরি দুর্যোগ অবস্থা ঘোষণা করেছে। মাউন্ট জয় ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, সেখানে বাড়ির ভেতরে পাঁচ ফুট পর্যন্ত পানি উঠেছে। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র: এপিকেএএ/