রাজনীতি

ছাত্রলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান এবি পার্টির

ছাত্রলীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান এবি পার্টির

বাংলাদেশ ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এ দাবিতে জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে দলটি।

Advertisement

মঙ্গলবার (১৫ জুলাই) জাতিসংঘের বাংলাদেশের আবাসিক দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ হুমা খান এ স্মারকলিপি গ্রহণ করেন।

এবি পার্টির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ও যুগ্ম মহাসচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি এবং সদস্য ব্যারিস্টার ইরতিকা আহমেদ।

স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের কাছে ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি বলেন, ছাত্রলীগ এখন আর ছাত্র সংগঠন নেই, এটি প্যারা-মিলিটারি গোষ্ঠীতে রূপ নিয়েছে। সারাদেশে তারা নারী নির্যাতন, গেস্টরুম নির্যাতন ও বিরোধী মত দমনসহ অগণন মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত।

Advertisement

আরও পড়ুন তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান, বিএনপির ভবিষ্যৎ কোন পথে? দল নিয়ে জিএম কাদের ব্যবসা করেছেন: বিদিশা

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের ওপর হামলা থেকে শুরু করে, সরকারের পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নে ছাত্রলীগের ভূমিকা অত্যন্ত ভয়াবহ। তাই আমরা জাতিসংঘে স্মারকলিপির মাধ্যমে আন্তর্জাতিকভাবে তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানিয়েছি।

ব্যারিস্টার নাসরীন বলেন, দেশে ও বিদেশে অবস্থানরত ছাত্রলীগের নেতাকর্মীরা যাতে এই অপরাধগুলো করার পরও নিরাপদে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে পারে- এজন্যই আমরা আন্তর্জাতিক স্বীকৃতি চাচ্ছি। জাতিসংঘ আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছে এবং পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।

স্মারকলিপি প্রদান এবং সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির সহকারী নারী বিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার শীলা, নারীনেত্রী রাশিদা আক্তার মিতু, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, ছাত্রপক্ষ ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব মাহমুদুল হাসান আসিফ, দপ্তর সম্পাদক সোলাইমান আল হাবিব, অর্থ সম্পাদক জাওয়াদ হামিম প্রমুখ।

এএএম/কেএসআর/এএসএম

Advertisement