দেশজুড়ে

রংপুরে কাঁচা মরিচের ঝাল বেড়েছে

রংপুরে কাঁচা মরিচের ঝাল বেড়েছে

রংপুরে সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে কাঁচা মরিচের দাম। এছাড়া অধিকাংশ সবজিসহ চাল, ডাল, মুরগি, মাছ, মাংস ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৫ জুলাই) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ১২০-১৪০ টাকায় বিক্রি হওয়া কাঁচা মরিচের দাম এ সপ্তাহে বেড়ে হয়েছে ২৩০-২৪০ টাকা।

মুলাটোল আমতলা বাজারের সবজি বিক্রেতা হেলাল মিয়া বলেন, ৩/৪ দিন আগে কাঁচা মরিচ ২৮০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হয়েছে। সে তুলনায় দাম একটু কমেছে। তবে দুই সপ্তাহ আগে ছিল ৪০-৫০ টাকা, আর গত সপ্তাহে ছিল ১২০-১৪০ টাকা।

হেলাল মিয়া বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এ কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। বৃষ্টি না কমা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই।

Advertisement

বাজার ঘুরে দেখা যায়, চিকন বেগুন গত সপ্তাহের মতো ৪৫-৫০ টাকা, গোল বেগুন ৯০-১০০ টাকা থেকে কমে ৮০-৯০, প্রতিকেজি টমেটো ৮০-৯০ থেকে বেড়ে ১৫০-১৬০, গাজরের দাম বেড়ে ১৬০-১৮০, কাঁকরোলের দাম বেড়ে ৩৫-৪০, ঝিংগা ৩০ টাকা থেকে বেড়ে ৩৫-৪০, চালকুমড়া (আকারভেদে) ৩০-৪০, কাঁচা কলা হালি ২০-২৫, সজনে ১৪০-১৫০, ঢেঁড়শের দাম কমে ২৫-৩০, পটল ২৫-৩০, বরবটি ৩০-৩৫, পেঁপে ২৫-৩০, শসা ৩৫-৪০, করলা ৪০, লাউ (আকারভেদে) ২৫-৪০, লতি ৪০-৪৫, বই কচু ৪৫-৫০, লেবুর হালি ১০-১৫, ধনেপাতা ২০০-২৫০ থেকে বেড়ে ৩৫০-৪০০, মিষ্টি কুমড়া ২৫-৩০,

পেঁয়াজ আগের মতোই ৫০ টাকা থেকে বেড়ে ৫৫-৬০ টাকা, আদা আগের মতোই ১২০-১৪০ টাকা, দেশি রসুন ১২০-১৪০ টাকা, শুকনা মরিচ ৩৫০-৪০০ টাকা এবং সব ধরনের শাক ১০ থেকে ২০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

বাজারে আলু প্রকারভেদে ১৮-৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে, ব্রয়লার মুরগি গত সপ্তাহের মতো ১৫০-১৬০, পাকিস্তানি সোনালি ২৮০-৩০০ এবং দেশি মুরগির দাম কমে ৪৮০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Advertisement

সিও বাজারের মুরগি বিক্রেতা আমিন হোসেন বলেন, দেশি মুরগির চাহিদা কম থাকায় বিক্রিও কমেছে। এ কারণে দাম কমলেও অন্য মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।

গরুর মাংস অপরিবর্তিত ৭২০-৭৫০ এবং ছাগলের মাংস ১০০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুই মাছ ২৮০-৩৫০, টেংরা ৪০০-৫৬০, মৃগেল ২২০-২৫০, পাঙাস ১৫০-২০০, তেলাপিয়া ২০০-২৫০, কাতলা ৩০০-৫০০, বাটা ১৮০-২৪০, শিং ৩০০-৪০০, সিলভার কার্প ১৮০-২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

জিতু কবীর/জেডআইকে/এমএস