রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসার দোতলার ছাদ থেকে পড়ে আহত নুসরাত জাহান (১৪) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
Advertisement
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। গত (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মা আমেনা বেগম জানান, আমার মেয়ে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ৪ জুলাই আমাদের পরিবারিক একটি অনুষ্ঠান ছিল। বৃষ্টির কারণে ছাদে পিচ্ছিল ছিল। মেয়ে হঠাৎ অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত দেড়টার মেয়ে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Advertisement
জেএইচ/এমএস