শিক্ষা

নটর ডেম-হলিক্রসসহ মিশনারি ৪ কলেজে একাদশে ভর্তির খুঁটিনাটি

নটর ডেম-হলিক্রসসহ মিশনারি ৪ কলেজে একাদশে ভর্তির খুঁটিনাটি

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে চলতি মাসেই। জিপিএ ও শিক্ষার্থীদের পছন্দের ভিত্তিতে কলেজ নির্বাচন করা হয়ে থাকে।

Advertisement

তবে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করাবে ঢাকার নামি চারটি কলেজ। সেগুলো হলো- নটর ডেম, হলি ক্রস, সেন্ট যোসেফ ও সেন্ট গ্রেগরি।

কলেজগুলো এ বছর এখনও ভর্তির নীতিমালা প্রকাশ করেনি। তবে বিগত কয়েক বছর ধরেই প্রায়ই অভিন্ন নীতিমালায় এ কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তি করানো হচ্ছে। একাদশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য কলেজগুলোতে ভর্তির খুঁটিনাটি তথ্য নিচে তুলে ধরা হলো-

নটর ডেম কলেজ

নটর ডেম কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শুধুমাত্র ছাত্র ভর্তি করা হবে। কলেজটি ঢাকার মতিঝিলে অবস্থিত। গত বছর অর্থাৎ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কলেজটির বিজ্ঞান বিভাগে আসনসংখ্যা ছিল ২ হাজার ১২০টি। এর মধ্যে বাংলা মাধ্যমে ১ হাজার ৮১০ ও ইংরেজি মাধ্যমে ৩১০টি। আর মানবিক বিভাগে ৪১০ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৬০টি।

Advertisement

ভর্তির আবেদনের যোগ্যতা

নটর ডেম কলেজ গত বছর যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগে বাংলা ও ইংরেজি ভার্সনে উচ্চতর গণিতসহ জিপিএ-৫.০০, মানবিক বিভাগ: জিপিএ-৩.০০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ: জিপিএ-৪.০০।

এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘ও’ লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.৫০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.৫০।

ভর্তির লিখিত পরীক্ষার বিষয়

এসএসসি ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির আবেদন করেছেন, তাদের ‘বিজ্ঞান শাখার প্রশ্নে’ এবং যারা ব্যবসায় শিক্ষা শাখা থেকে মানবিক শাখায় ভর্তির আবেদন করেছেন, তাদের ‘ব্যবসায় শিক্ষা শাখার প্রশ্নে’ পরীক্ষা দিতে হবে।

Advertisement

বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয়গুলো হলো- বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান। মানবিক বিভাগে পরীক্ষার বিষয় বাংলা, ইংরেজি, আইসিটি ও সাধারণ জ্ঞান। আর ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান।

আবেদনকারী সব প্রার্থীকে এসএসসিতে প্রাপ্ত জিপিএ ও কলেজে লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফল পরিবর্তন হয়ে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা অর্জন করলে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের দুদিনের মধ্যে কলেজ অফিসে সরাসরি যোগাযোগ করতে হবে।

ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠী, সংখ্যালঘু, প্রতিবন্ধী, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় নেওয়া হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে ভিজিট করুন কলেজের ওয়েবসাইটে।{www.ndc.edu.bd}

হলি ক্রস কলেজ

হলি ক্রস কলেজ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শুধুমাত্র ছাত্রী ভর্তি করা হবে। কলেজটি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত। গত বছর এ কলেজে আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগে ৭৮০, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭০ ও মানবিক বিভাগে ২৬০টি।

ভর্তির আবেদন যোগ্যতা

গত বছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ পেতে হবে ও এসএসসিতে অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে; মানবিক বিভাগে জিপিএ ৩.০০ হতে ৫.০০ পেতে হবে এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.০০ হতে ৫.০০ পেতে হবে।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪.০০ ও তদূর্ধ্ব জিপিএ পাওয়া শিক্ষার্থীরাও ‘মানবিক’ বিভাগে এবং বিজ্ঞান বিভাগের ৪.২৫ ও তদূর্ধ্ব জিপিএ পাওয়া শিক্ষার্থীরাও ‘ব্যবসায় শিক্ষা’ বিভাগে ভর্তির আবেদন করতে পারবে।

ভর্তির লিখিত পরীক্ষার বিষয়

এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তির লিখিত পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞান বিভাগে পরীক্ষার বিষয় থাকবে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান। মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান।

বিবাহিত ছাত্রীরা হলিক্রম কলেজে ভর্তির আবেদন করতে পারবেন না। এ কলেজে মোবাইল ফোন নেওয়া ও ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষেধ। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট{www.hcc.edu.bd}ভিজিট করুন।

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল

সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শুধু ছাত্র ভর্তি করা হবে। কলেজটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। গত বছর আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সন-৪২০, ইংরেজি ভার্সন–৯০, ব্যবসায় শিক্ষা বিভাগ-৯০ ও মানবিক বিভাগ-৭০টি।

ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা

গত বছর কলেজটি যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগ: বাংলা ও ইংরেজি মাধ্যমে ন্যূনতম জিপিএ ৫.০০ ও অবশ্যই উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থাকতে হবে; ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং মানবিক বিভাগ: বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.২৫।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে: বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বিভাগ-বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৪.০০; বিজ্ঞান থেকে মানবিক বিভাগ-ইংরেজি মাধ্যমে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিক বিভাগ-বাংলা মাধ্যমে ন্যূনতম জিপিএ ৩.৭৫।

ভর্তির লিখিত পরীক্ষার বিষয়

এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তির লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয় থাকবে বিজ্ঞানে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান। ব্যবসায় শিক্ষা বিভাগে বাংলা, ইংরেজি, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং। মানবিক বিভাগে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, আইসিটি এবং সাধারণ জ্ঞান (ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি ও পৌরনীতি)।

লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে ছাত্র নির্বাচন করা হবে। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে আসতে চাইলে তাদের ‘বিজ্ঞান’ বিভাগে পরীক্ষা দিতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আসতে চাইলে তাদের ‘ব্যবসায় শিক্ষা’ বিভাগে পরীক্ষা দিতে হবে। বিস্তারিত তথ্য জানা যাবে কলেজের ওয়েবসাইটে{www.sjs.edu.bd}

সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ

সেন্ট গ্রেগরি হায়ার সেকেন্ডারি স্কুলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্র ভর্তি করা হবে। কলেজটি ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত। গত বছর আসনসংখ্যা ছিল বিজ্ঞান বিভাগে ৩০০, মানবিক বিভাগে ৮০ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০টি।

ভর্তির আবেদনের যোগ্যতা

গত বছর যোগ্যতা চেয়েছিল বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে জিপিএ-৪.৭৮; ব্যবসায় শিক্ষায় বাংলা মাধ্যমে জিপিএ-৩.৫০; মানবিক বিভাগে বাংলা মাধ্যম, জিপিএ-২.৩০।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.০০ ও তদূর্ধ্ব, বিজ্ঞান থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.০০ ও তদূর্ধ্ব।

ভর্তি পরীক্ষার বিষয়

এসএসসি পরীক্ষায় ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী ভর্তির লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিষয় থাকবে বিজ্ঞান বিভাগে বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান। মানবিকে বাংলা, ইংরেজি, আইসিটি, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান। ব্যবসায় শিক্ষায় বাংলা, আইসিটি, ইংরেজি, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ।

এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে ভর্তির আবেদন করলে ‘বিজ্ঞান শাখার’ প্রশ্নে পরীক্ষা দিতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে ভর্তির আবেদন করলে ‘ব্যবসায় শিক্ষা শাখার’ প্রশ্নে পরীক্ষা দিতে হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে

এএএইচ/এমআরএম/এমএস