জাতীয়

রাজধানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণের অভিযোগ

রাজধানীতে ৯ বছরের পথশিশুকে ধর্ষণের অভিযোগ

রাজধানীর বনানীর ক্যানসার হাসপাতালের পেছনের এলাকায় নয় বছরে এক পথশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশুটি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

Advertisement

সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

বনানী থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পাই আমরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও জানান, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, শিশুটি ফুটপাতে থাকতো। রাতে অজ্ঞাতপরিচয়ের কোন ব্যক্তি তার ওপর নির্যাতন চালায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এখন ওসিসিতে তার চিকিৎসা চলছে।

Advertisement

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।

কাজী আল আমিন/এসএনআর/এমএস