যুক্তরাষ্ট্রে এফ, এম এবং জে নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ রাখতে আহ্বান জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়।
Advertisement
পোস্টে বলা হয়, আবেদনকারীদের পরিচয় ও যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা যাচাইয়ের জন্য ভিসা প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রয়োজন। এজন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সসহ (টুইটার) সকল সামাজিক যোগাযোগমাধ্যমের প্রাইভেসি ‘পাবলিক’ করে রাখার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে গত ১২ জুলাই আরেক পোস্টে দূতাবাস জানায়, এফ, এম, অথবা জে ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ কর্মসূচির অংশগ্রহণকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে গত ৫ বছরে ব্যবহৃত সকল সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।
দূতাবাস সতর্ক করে জানায়, আবেদনকারীরা তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করেই তা স্বাক্ষর করে জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করা হলে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।
Advertisement
জেপিআই/এমআরএম/এমএস