ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোলপ্লাজায় বাসচাপায় ছয়জন নিহতের ঘটনায় ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে একই সঙ্গে, সড়ক দুর্ঘটনা আইন ২০১৮ এর ধারা ৯৮, ৯৯ ও ১০০ কেন সংশোধন করা হবে না তা জানতে চেয়েছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
Advertisement
রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট শামসুর রহমান বাদল আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি কাজি জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আরও পড়ুন
Advertisement
আদালতে এদিন রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যাডভোকেট শামসুর রহমান বাদল, অ্যাডভেকেট রিপন চৌধুরী, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।
২০২৪ সালের ২৭ ডিসেম্বর ধলেশ্বরী টোলপ্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানো প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপা দেয় বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই বাইকে থাকা এক শিশু নিহত হয়। আহত ৮ জনকে ঢাকা নেওয়ার পথে আরও চারজন মারা যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে রিট করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এর আগে, বাসচাপায় নিহতদের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠানা হয়েছিল। ওই নোটিশের পরও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এই রিট আবেদন করা হয়।
এফএইচ/ইএ/এমএস
Advertisement