২৪’র কোটা আন্দোলন চলাকালে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ জুলাই বিকেলে গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের রাজাকার বললে প্রতিবাদে এদিন রাতেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে? রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত করেন ক্যাম্পাস। প্রতিবাদী মিছিল হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও।
Advertisement
এদিন বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের শিক্ষার্থীরা এই স্লোগান দিলে হলের পাঁচ শিক্ষার্থীকে ডাইনিংয়ে নিয়ে আটকে রেখে ফোন চেক এবং জেরা করেন হল ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় একত্রিত একটি বিক্ষোভ মিছিল নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর হল অবরোধ করেন। সিসি টিভি ফুটেজ না দেখালে এদিন রাতেই আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন হল প্রভোস্ট।
সেই ঐতিহাসিক দিনের বর্ষপূর্তিতে সোমবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় বটতলা এলাকা থেকে প্রতীকী মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এই কর্মসূচিতে অংশ নেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে গিয়ে শেষ হয় এই কর্মসূচি।
মিছিলে শিক্ষার্থীরা- ‘তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার; কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার’; ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার’; ‘শাহবাগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’; ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
Advertisement
সৈকত ইসলাম/এফএ/এমএস