কুড়িগ্রামের ফুলবাড়ীতে স’মিলে গাছ কাটতে গিয়ে করাতে কাটা পড়ে শুকুর আলী (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
Advertisement
সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল আনন্দ বাজার সংলগ্ন আয়নালের স’মিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকুর আলী ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, স’ মিলে গাছ কাটার সময় অসাবধানতাবশত করাতে কাটা পড়ে শুকুর আলীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত শুকুর আলী স’ মিলের মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, গাছ কাটা করাতে কাটা পড়ে অতিরিক্ত রক্তক্ষরণে স’মিল শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
রোকনুজ্জামান মানু/এফএ/এমএস