রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. শাহাবুল (২৪) নামের এক ট্রাকের সহকারী নিহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা মো. শামীম বলেন, নিহত শাহাবুল ট্রাকের হেল্পার ছিল। ট্রাক নিয়ে রংপুরে যাচ্ছিল। গুলিস্তান জিরো পয়েন্টে ট্রাকটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ট্রাক থেকে নেমে ট্রাকের পেছনে গেলে হঠাৎ দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত ব্যক্তির গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানায়।
Advertisement
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এমআরএম