জাতীয়

এক যুগেও হয়নি ঢাকা টাওয়ার, অভিযানে দুদক

এক যুগেও হয়নি ঢাকা টাওয়ার, অভিযানে দুদক

পুরান ঢাকার জনসন রোড এলাকায় জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে ২০তলা সরকারি ভবন ঢাকা টাওয়ার। ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি গত কয়েকবছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন ২০ তলা ঢাকা টাওয়ার নির্মাণ প্রকল্পে নথি গায়েব, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশননের এনফোর্সমেন্ট ইউনিট ভবনটিতে অভিযান চালিয়েছে।

Advertisement

দুদকের জনসংযোগ দপ্তর সোমবার (১৪ জুলাই) জানায় অভিযানকালে এনফোর্সমেন্ট টিম রাজধানীর উত্তরায় অবস্থিত জেলা পরিষদ কার্যালয় হতে নির্মাণ সংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করে। পরবর্তীতে টিম জনসন রোডে অবস্থিত নির্মাণাধীন ভবনটি পরিদর্শন করে। রেকর্ডপত্র পর্যালোচনায় এনফোর্সমেন্ট দল দেখতে পায় ২০১২ সালে বর্ণিত ভবনের নির্মাণে কার্যাদেশ প্রদান করা হয়। যার কাজের মেয়াদ ২০১২ সালের ১৮ নভেম্বর থেকে ২০১৫ সালে ১৭ মে পর্যন্ত নির্ধারিত ছিল।

দুদক জানায়, টিম জানতে পারে ভবনটির ২০ তলা পর্যন্ত ছাদ ঢালাই সম্পন্ন হলেও ২০১৭ সাল থেকে নির্মাণ কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। এছাড়াও, অনুমোদিত স্ট্রাকচারাল ডিজাইন ও ডিটেইল এস্টিমেট সংশ্লিষ্ট দপ্তরে বা ঠিকাদার/পরামর্শকের কাছেও অনুপস্থিত থাকায় নির্মাণকাজের গুণগত মান যাচাই সম্ভব হয়নি, যা এ প্রকল্পে স্থবিরতার মূল কারণ বলে টিমের নিকট প্রতীয়মান হয়।

অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

Advertisement

এসএম/এমএসএম