শিক্ষা

আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী

আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী

শিক্ষা বোর্ডের অনুমোদন ছাড়াই উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান ও পরবর্তী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণের অভিযোগ উঠেছে ঢাকার সাভারের আশুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে।

Advertisement

প্রতিষ্ঠানটি অনুমোদনহীন তিনটি বিষয়—সমাজকর্ম, পরিসংখ্যান ও ভূগোলে পাঠদান চালিয়ে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার জন্য ১৮৬ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করেছে। এমন অবস্থায় চরম বিপাকে পড়েছে ১৮৬ জন এইচএসসি পরীক্ষার্থী।

বিষয়টি নিয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির উদ্বেগ জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনার সম্পূর্ণ দায় কলেজ প্রশাসনের ওপর বর্তাবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, কলেজটির উচ্চমাধ্যমিক পর্যায়ে সমাজকর্ম, পরিসংখ্যান ও ভূগোল বিষয়গুলোতে পাঠদানের অনুমোদন ছিল না। অথচ প্রতিষ্ঠানটি অনুমোদিত অন্য তিনটি বিষয়ের তথ্য দেখিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র সংগ্রহ করে নেয়।

Advertisement

একইসঙ্গে পরীক্ষা শুরুর আগে বিষয় সংক্রান্ত কোনো অসামঞ্জস্য বা বিভ্রান্তির বিষয়ে কলেজ কর্তৃপক্ষ বোর্ডের সঙ্গে যোগাযোগ করেনি। বাধ্যতামূলক পাঁচটি বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার পর গত ৯ জুলাই কলেজ কর্তৃপক্ষ মৌখিকভাবে বোর্ডে যোগাযোগ করে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সংশোধনের অনুরোধ জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ততক্ষণে বোর্ড কর্তৃপক্ষ নির্ধারিত প্রশ্নপত্রগুলো সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে নিরাপত্তা হেফাজতে পাঠিয়ে দিয়েছে। ফলে প্রযুক্তিগত বা প্রশাসনিক দিক থেকে পরিবর্তনের কোনো সুযোগ ছিল না।

শুধু আশুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয় নয়, ঢাকা বোর্ডের আওতাধীন আরও ছয়টি কলেজেও একই ঘটনা ঘটেছে উল্লেখ করে ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, বাকি ৬টি প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম। সবমিলিয়ে সেটা হবে ২২ জন। অন্যদিকে আশুলিয়ার এক কলেজেই ১৮৬ জন শিক্ষার্থীর বিষয়ে অনিয়ম হয়েছে, যা তুলনামূলকভাবে অনেক বড় মাত্রার।

উদ্ভূত পরিস্থিতির জন্য শতভাগ দায়ী সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ। এ অনিয়মকে প্রশ্রয় দিলে শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ভেঙে পড়বে এবং এক ধরনের নেতিবাচক উদাহরণ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এহসানুল কবির।

Advertisement

এ নিয়ে জানতে আশুলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো. হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলো তাকে পাওয়া যায়নি।

এএএইচ/এমএসএম