রাজবাড়ী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকদের অবহেলায় শাজাহান মৃধা (৫০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
Advertisement
সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় রোগীর স্বজনরা হাসপাতালে এসে উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শাজাহান মৃধা রাজবাড়ী পৌর সভার ভবানীপুরের কেসমত মৃধার ছেলে। এর আগে সকালে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে আসেন ওই রোগী।
স্বজনদের অভিযোগ, জরুরি বিভাগের চিকিৎসকের অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে। সামান্য বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে অক্সিজেন দিয়ে কিছুক্ষণ পর সেটি খুলে ওয়ার্ডে পাঠানো হয়। এর ১৫-২০ মিনিট পর তিনি মারা যান। এ সময় বার বার অক্সিজেন দিতে বললেও দায়িত্বরত কেউ অক্সিজেন দেননি।
Advertisement
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্ব চিকিৎসক সিফাত মাহমুদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি রোগী হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার শ্বাসকষ্টের সমস্যা ছিল। ওই সময়ে আমি ছিলাম না। তখন জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন ডা. নুরুল ইসলাম আজম। তবে রোগী যতক্ষণ জরুরি বিভাগে ছিলেন ততক্ষণ অক্সিজেন দেওয়া ছিল। ট্রলিতে থাকা অবস্থায় অক্সিজেন দেওয়া ছিল না। তবে ওয়ার্ডে নিয়ে অক্সিজেন দেওয়া হয়।’
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ‘রোগী জরুরি বিভাগের আসার পর যথাযথ চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। পরে তিনি মারা যান। তবে এ বিষয়ে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বসা হয়েছিল। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদি কোনো অবহেলা বা ত্রুটি থেকে থাকে সেটি তদন্তে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
রুবেলুর রহমান/আরএইচ/এমএস
Advertisement