জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা স্বীকৃতি দিতে আয়োজিত জুলাই ওমেনস ডে পালন কর্মসূচিটি শুরু হয়েছে। এতে কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে জুলাই অভ্যুত্থানের নানা ডকুমেন্টারি প্রদর্শনী করা হচ্ছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যার পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠান শুরু হয়।
Advertisement
এসময় শহীদ মিনারে বেশ কয়েকটি ডিসপ্লেতে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। এসব ডকুমেন্টারিতে জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে রাজু ভাস্কর্য, টিএসসি ও শামসুন্নাহার হলের সামনেও শিক্ষার্থীদের উপভোগ জন্য বেশ কয়েকটি ডিসপ্লে লাগানো হয়েছে।
সরজমিনে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ, আনসার, প্রক্টরিয়াল টিমের সদস্যসহ বেশ কিছু নিরাপত্তা টিম কাজ করছে।এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী বাদে বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রবেশমুখে ঢাবির আইডি কার্ড দেখাতে হচ্ছে।
এছাড়া জুলাই ওমেনস ডে’তে নারীদের হলগুলোতে প্রবেশের বিধিনিষেধ শিথিল করা হয়েছে।
Advertisement
এফএআর/এমআইএইচএস/এমএস