আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ জুলাই ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ জুলাই ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হলে দুই দেশেরই উপকার হবে: জয়শঙ্কর

ভারত-চীন সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া চলতে থাকলে দুই দেশেরই পারস্পরিক উপকার হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার (১৪ জুলাই) চীনের রাজধানী বেইজিংয়ে চীনা উপ-রাষ্ট্রপতি হান ঝেংয়ের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি।

ইসরায়েলি হামলার সময় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট

Advertisement

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত মাসে দেশটিতে ইসরায়েলের হামলার সময় সামান্য আহত হয়েছিলেন বলে জানা গেছে। দেশটির বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, গত ১৬ জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি সভায় যোগ দিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক স্থগিত, ১ আগস্টের মধ্যে সমঝোতার আশায় ইইউ

যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১৩ জুলাই) এক ঘোষণায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, চলতি জুলাই মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্বের সেরা ১০ বন্দর কোনগুলো?

Advertisement

প্রথম- সাংহাই পোর্ট (চীন), দ্বিতীয়- পোর্ট অব সিঙ্গাপুর, তৃতীয়- নিংবো-ঝোশান পোর্ট (চীন), চতুর্থ- চীনের শেনজেন পোর্ট, পঞ্চম- চীনের গুয়াংঝো হার্বার পোর্ট, ষষ্ঠ- দক্ষিণ কোরিয়ার বুশান পোর্ট, সপ্তম- চীনের কিংদাও বন্দর, অষ্টম- হংকংয়ের এস.এ.আর পোর্ট, নবম- চীনের তিয়ানজিন ও ১০ম- নেদারল্যান্ডসের রোটারডাম পোর্ট।

পোকার হানায় নষ্ট হচ্ছে প্রাচীন গ্রন্থাগারের লক্ষাধিক বই

হাঙ্গেরির সবচেয়ে ঐতিহাসিক প্রতিষ্ঠানগুলোর একটি হলো প্যাননহালমা আর্চঅ্যাবি গ্রন্থাগার। হাজার বছরের পুরোনো স্থাপনাটি ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এবং হাঙ্গেরির অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ। সেখানে শতাব্দীপ্রাচীন, হাতে বাঁধাই করা প্রায় এক লাখ বই সম্প্রতি গ্রন্থাগারের তাক থেকে নামিয়ে ফেলা হচ্ছে। উদ্দেশ্য একটাই—‘ড্রাগস্টোর বিটল’ নামে পরিচিত এক ধরনের ক্ষতিকর পোকা যাতে ছড়িয়ে পড়তে না পারে। এই ক্ষুদ্র পোকাটি শুধু শুকনো খাবার নয়, বই বাঁধার জন্য ব্যবহৃত জেলাটিন ও স্টার্চ জাতীয় আঠাও খেয়ে ফেলে।

রাশিয়ার ওপর অসন্তুষ্ট ট্রাম্প, ইউক্রেনে পাঠাচ্ছেন সামরিক সরঞ্জাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনে উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছেন। সোমবার (১৪ জুলাই) এয়ার ফোর্স ওয়ানের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মূলত আমরা ইউক্রেনে প্রচুর উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি। রোববার রাতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, এই সরঞ্জামগুলোর মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে।

গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড-সম্পদ বাজেয়াপ্ত, আইন পাস ইরানে

সংশোধিত আইন অনুযায়ী, যদি কোনো ব্যক্তি ‘শত্রু রাষ্ট্র’ ও গোষ্ঠীর জন্য কোনো গোয়েন্দা ও গুপ্তচরবৃত্তি, এ ধরনের কার্যকলাপ এবং অপারেশনাল কার্যক্রমে জড়িত বলে প্রমাণিত হন, তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে। তাছাড়া কোনো শত্রু রাষ্ট্রকে অর্থনৈতিক, প্রযুক্তিগত বা সামরিক সহায়তা প্রদান করাও অপরাধ হিসেবে গণ্য হবে। এসব অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড থেকে শুরু করে দীর্ঘমেয়াদী কারাবাস পর্যন্ত হতে পারে।

বাহরাইনের গোল্ডেন ভিসা: কম খরচে বেশি সুবিধা

সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্সির তুলনায় বাহরাইনের গোল্ডেন রেসিডেন্সি ভিসার প্রধান সুবিধা হলো এর কম খরচ এবং নমনীয় শর্ত। এই ভিসাধারী ব্যক্তিরা কোনো নির্দিষ্ট নিয়োগকর্তার স্পনসরশিপ ছাড়াই যেকোনো প্রতিষ্ঠানে কাজ করতে, নিজস্ব ব্যবসা শুরু করতে বা ফ্রিল্যান্সিং করতে পারেন—এমন সুবিধা উপসাগরীয় অঞ্চলে বিরল।

সমুদ্র সম্পদের উদ্ভাবনী ব্যবহারে যেভাবে এগিয়ে যাচ্ছে চীন

উদ্ভাবন ও টেকসই উন্নয়নের মাধ্যমে চীনের সামুদ্রিক অর্থনীতি এখন পরিণত হয়েছে ‘নীল প্রবৃদ্ধি’র শক্তিশালী ইঞ্জিনে। প্রায় ১০ ট্রিলিয়ন ইউয়ানের (প্রায় ১.৪ ট্রিলিয়ন মার্কিন ডলার) বেশি মূল্যমানের এই খাত বর্তমানে চীনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৭ দশমিক ৮ শতাংশ জুড়ে রয়েছে। ২০২৪ সালে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৯ শতাংশ, যা দেশটির সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে বেশি।

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৫৮ হাজার ছাড়ালো

ইসরায়েলি বাহিনী গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে। একটি ব্যস্ত বাজার এবং একটি পানি বিতরণকেন্দ্রে হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫৮ হাজার ছাড়িয়ে গেছে।

এসএএইচ/এমএস