জাতীয়

হজ ফ্লাইট সফলভাবে সম্পন্ন করলো বিমান

হজ ফ্লাইট সফলভাবে সম্পন্ন করলো বিমান

চলতি বছরের হজ কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সর্বশেষ ফিরতি ফ্লাইটের চট্টগ্রামে আগমন ও হাজিদের জমজম পানি বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

Advertisement

সোমবার (১৪ জুলাই) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের সৌদি আরব থেকে বাংলাদেশে সফলভাবে পরিবহন করতে সরকার নির্ধারিত এয়ারলাইন্স হিসেবে বিমান বাংলাদেশ, সৌদিয়া ও ফ্লাইনাস সম্মিলিতভাবে অংশ নেয়। বিমানের অতিরিক্ত হজ ফ্লাইট পরিচালনার জন্য সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত ছিলেন।

হজযাত্রীদের পরিবহনের পাশাপাশি সব হজযাত্রীকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিশাল কর্মকাণ্ড গত শুক্রবার (১১ জুলাই) সফলভাবে সম্পন্ন করে দক্ষতা, পেশাদারত্ব ও দায়বদ্ধতার প্রমাণ দিয়েছে বিমান। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিশ্রুতিবদ্ধ।

এমএমএ/বিএ/এমএস