অনিয়ম, দুর্নীতি, খামখেয়ালীপনা, টেস্ট বাণিজ্য ও দায়িত্বে অবহেলার অভিযোগে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের অপসারণ দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ ও কুশপুত্তলিকা দাহ করেছে স্থনীয়রা।
Advertisement
সোমবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা হাসপাতাল রোডে সর্বস্তরের জনতার ব্যানারে মানববন্ধন শেষে দেড় ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী বাসস্ট্যান্ড অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। এসময় মহাসড়কের দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনসহ পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টার মধ্যে ডা. মনিরুজ্জামানকে প্রত্যাহারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। পরে এ কর্মকর্তার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।
অভিযোগের ব্যাপারে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।
Advertisement
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। শিগগিরই তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
শাওন খান/এএইচ/এমএস