রাজনীতি

দল নিয়ে জিএম কাদের ব্যবসা করেছেন: বিদিশা

দল নিয়ে জিএম কাদের ব্যবসা করেছেন: বিদিশা

জিএম কাদের জাতীয় পার্টি নিয়ে বিগত সরকারের আমলে ব্যবসা করেছেন বলে অভিযোগ করেছেন প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক।

Advertisement

হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (১৪ জুলাই) বারিধারার প্রেসিডেন্ট পার্কে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এই অভিযোগ করেন বিদিশা। এ সময় এরশাদপুত্র এরিক এরশাদ ও জাপা নেতা কাজী মামুন উপস্থিত ছিলেন।

বিদিশা বলেন, জাতীয় পার্টিকে নিয়ে কী পরিমাণ ব্যবসা হয়েছে গত সরকারের আমলে, জিএম কাদের ব্যবসা করেছেন। জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের ব্যবসা করেছেন।

আরও পড়ুন

Advertisement

হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ‘জাতীয় নির্বাচন’ এলেই এলোমেলো জাতীয় পার্টি চুন্নুর পর আনিসুল ইসলাম ও রুহুল আমিন হাওলাদারকেও অব্যাহতি জাপা চেয়ারম্যানের সিদ্ধান্ত স্বৈরাচারী, আমরা স্বপদে বহাল আছি

জিএম কাদের ও শেরীফা কাদেরের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, তারা হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন। তারা নমিনেশনের কথা বলে কোটি কোটি টাকা নিয়েছেন। জাতীয় পার্টিকে ভেঙে টুকরো টুকরো করেছেন। জাতীয় পার্টির সিনিয়র নেতাদের তিনি বহিষ্কার করেছেন।

সিনিয়রদের নেতাদের উদ্দেশে বিদিশা বলেন, আপনারা দয়া করে আর জাতীয় পার্টিকে ভাঙবেন না। আপনারা আমাদের মাথার তাজ। আপনারা সেই শুরু থেকেই জাতীয় পার্টিতে আছেন। আপনারা আলাদা আলাদা করে কোনো কিছু করবেন না।

এরশাদের সাবেক স্ত্রী আরও বলেন, ২০১৯ সালের ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন। ওইদিনও এমন বৃষ্টি হয়েছে। ঠিক আজকের মতো ছিল দিনটি। সারাদিনই বৃষ্টি হচ্ছে, আমি সেইদিন ছিলাম আজমির শরিফে। গত সরকারের আমল ছিল সেটা। উনি কী মারা গিয়েছিলেন নাকি ওনাকে মেরে ফেলা হয়েছে; একটা কোয়েশ্চেন মার্ক। বিশাল একটা কোয়েশ্চেন মার্ক জনগণের মধ্যে এখানে আছে। আরও সময় হলে আপনারা জানতে পারবেন।

এসএম/ইএ/এমএস

Advertisement