সিলেটের কানাইঘাটে ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যা চেষ্টার অভিযোগে হোসেন আহমদ চৌধুরী আকতার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
Advertisement
সোমবার (১৪ জুলাই) দুপুরে কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়নের চরিপাড়া গ্রাম তাকে আটক করা হয়।
এর আগে শনিবার (১২ জুলাই) রাত ৮টার দিকে কানাইঘাটের লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
এদিকে, গুরুতর আহতাবস্থায় রোববার (১৩ জুলাই) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মৃত কন্যা সন্তানের জন্ম দিয়েছেন নির্যাতনের শিকার ওই নারী।
Advertisement
পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে হোসেন আহমদ তার শ্বশুর বাড়ি থেকে অসুস্থ স্ত্রী শাবানা বেগমকে বাড়িতে আনতে যান। শ্বশুর বাড়িও একই গ্রামে। শাশুড়ি এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে বাজার থেকে পেট্রোল এনে ঘুমন্ত স্ত্রীর গায়ে ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান। পরে স্ত্রীর আর্তচিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন আগুন নেভায়। আশঙ্কাজনক অবস্থায় শাবানাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। রোববার চিকিৎসাধীন অবস্থায় শাবানা বেগম একটি মৃত কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগে হোসেন আহমদ চৌধুরী আক্তারকে আটক করা হয়েছে। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আহমেদ জামিল/এএইচ/এএসএম
Advertisement