আইন-আদালত

৭ মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের জামিন নামঞ্জুর

৭ মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের জামিন নামঞ্জুর

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক ঢাকার বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির সাত মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী।

Advertisement

তিনি জানান, রোববার ঢাকার পৃথক তিন অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এসব মামলায় কামরুল ইসলামের জামিন নামঞ্জুর করেন। সাত মামলার মধ্যে কামরুল ইসলামের নির্বাচনী এলাকায় চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। বাকি পাঁচটি হলো বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা।

আফতাব মাহমুদ বলেন, ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নামঞ্জুরের পর নিয়ম অনুযায়ী আমরা জজ আদালতে জামিন আবেদন করি। আদালত জামিন নামঞ্জুর করেন। আমরা এখন উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করবো।

জানা গেছে, গত বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। পরে তার কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে আটক রাখা হয়েছে। জানা গেছে, এ পর্যন্ত মোট ২৩টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কামরুল ইসলামকে। এর মধ্যে জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক হত্যা, হত্যাচেষ্টা, দুর্নীতি ও আইসিটি আইনের মামলা রয়েছে।

Advertisement

এমআইএন/এমআইএইচএস/এমএস