জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের বিরুদ্ধে পৃথক দুটি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ের বিরুদ্ধে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে দুদক।
Advertisement
সোমবার (১৪ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে মামলার বিষয়টি জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন।
প্রথম মামলার এজাহারে হানিফের বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ২ হাজার ৯৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে ও ১৮টি ব্যাংক হিসাবে ৮৬ কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯৭২ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
মহাপরিচালক আক্তার হোসেন বলেন, আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
Advertisement
দ্বিতীয় মামলার এজাহারে হানিফ ছাড়াও তার স্ত্রীকে আসামি করা হয়েছে। ফৌজিয়া আলমের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে চার কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার ১৬টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া হানিফের ছেলে ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম ও মেয়ে তানিশা আলমের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুদক।
এসএম/এমআইএইচএস/এমএস
Advertisement