আন্তর্জাতিক

রাশিয়ার ওপর অসন্তুষ্ট ট্রাম্প, ইউক্রেনে পাঠাচ্ছেন সামরিক সরঞ্জাম

রাশিয়ার ওপর অসন্তুষ্ট ট্রাম্প, ইউক্রেনে পাঠাচ্ছেন সামরিক সরঞ্জাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনে উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছেন। সোমবার (১৪ জুলাই) এয়ার ফোর্স ওয়ানের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মূলত আমরা ইউক্রেনে প্রচুর উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছি।

Advertisement

রোববার রাতে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, এই সরঞ্জামগুলোর মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে।

ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাশিয়ার মধ্যস্থতার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অসন্তুষ্ট বলে মনে হচ্ছে। গণমাধ্যমকে তিনি বলেন, পুতিন ভালো ভালো কথা বলেন এবং সিরিয়ায় সবার ওপর বোমা বর্ষণ করেন। এটা এমন একটা সমস্যা আমি যা মোটেও পছন্দ করি না।

আরও পড়ুন>>

Advertisement

বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকের ওপর ‘চটলেন’ ট্রাম্প যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক স্থগিত, ১ আগস্টের মধ্যে সমঝোতার আশায় ইইউ দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অনুমানভিত্তিক অভিবাসী ধরপাকড় নিষিদ্ধ করলেন আদালত

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তারা আমাদের ১০০ শতাংশ অর্থ দেবে। এখানে ‘তারা’ বলতে ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন নাকি ন্যাটো সদস্যদের বুঝিয়েছেন, তা স্পষ্ট নয়।

এর আগে, গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র আবার তাদের সামরিক সহায়তা শুরু করেছে। দুই দেশের মধ্যে টানাপোড়েনের জেরে বেশ কয়েকদিন অস্ত্র সরবরাহ বন্ধ রেখেছিল ট্রাম্প প্রশাসন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে ন্যাটোর মাধ্যমে।

তিনি বলেন, আমরা অস্ত্র ন্যাটোতে পাঠাচ্ছি এবং ন্যাটো সেই অস্ত্রের সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে। তারপর ন্যাটো সেগুলো ইউক্রেনকে দেবে। তিনি ব্যাখ্যা করেন, যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করবে, কিন্তু সেই খরচ ন্যাটো বহন করবে।

Advertisement

সূত্র: বিবিসি বাংলাকেএএ/