আইন-আদালত

নিহতদের ‘জাতীয় শহীদ’ ও ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয়

নিহতদের ‘জাতীয় শহীদ’ ও ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয়

আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ জুলাই অভ্যুত্থানে সারাদেশে যারা শহীদ হয়েছেন তাদের ‘জাতীয় শহীদ’ ও সংস্কার কার্যক্রমে সফলতার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ কেন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

Advertisement

একই সঙ্গে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের তালিকা কেন করা হবে না, রুলে তা-ও জানতে চেয়েছেন হাইকোর্ট।

মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আরও পড়ুন একটি মহল তারেক রহমানের চরিত্র হননের দুঃসাহস দেখিয়েছে: ফখরুল

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

Advertisement

এর আগে গত ২৫ জানুয়ারি এ বিষয়ে পদক্ষেপ চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠান ইমদাদুল হক নামের এক ব্যক্তি। কিন্তু লিগ্যাল নোটিশ পাওয়ার পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় গত ১৯ ফেব্রুয়ারি তিনি রিট আবেদন করেন।

এফএইচ/এমকেআর/এএসএম