লর্ডস টেস্টের চতুর্থ দিনে উগ্র আচরণের দায়ে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। ডানহাতি এ পেসারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এ নিয়ে দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পেলেন এই পেসার।
Advertisement
চতুর্থ দিনের পঞ্চম ওভারে ইংল্যান্ড ওপেনার বেন ডাকেটকে আউট করেন সিরাজ। মিড-অন অঞ্চলে পুল শটে জাসপ্রিত বুমরাহর হাতে ক্যাচ হন ডাকেট।
এরপর ডাকেটের দিকে তাকিয়ে গর্জন তুলে উদযাপন করেন সিরাজ। এক পর্যায়ে ডাকেটের দিকে এগিয়ে গিয়ে শরীরের হালকা ধাক্কা দেন ভারতীয় পেসার। এই দৃষ্টিকটু ঘটনার কারণেই সিরাজকে জরিমানা করা হয়।
আইসিসি এক বিবৃতি বলেছে, ‘আউট করার পর সিরাজ ব্যাটারের খুব কাছাকাছি গিয়ে উদযাপন করেন এবং লর্ডসের লং রুমের দিকে হাঁটা শুরুর সময় ডাকেটের সঙ্গে শারীরিক সংস্পর্শে আসেন।’
Advertisement
এটি আইসিসির আন্তর্জাতিক খেলোয়াড়দের আচরণবিধির ২.৫ ধারার লঙ্ঘন। যেখানে বলা আছে, ‘যেকোনো ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা, যা ব্যাটারের প্রতি অবমাননাকর বা উত্তেজক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।’
এই বিষয়ে ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্কাস ট্রেস্কোথিক বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালকে বলেন, ‘খুব প্রতিযোগিতামূলক একটা পরিবেশ। এখানে এমন কিছু সীমা আছে, যেটা পেরোনো উচিত নয়। দুই দলই খেলা এবং জয় নিয়ে খুব আবেগী।’
দ্বিতীয়বার ডিমেরিট পয়েন্ট পাওয়ায় সিরাজকে এখন থেকে আরও সতর্ক থাকতে হবে। কারণ ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং ওই খেলোয়াড় নিষিদ্ধ হন।
এমএইচ/
Advertisement