তথ্যপ্রযুক্তি

প্রতিদিন যাতায়াতের জন্য বেছে নিতে পারেন এই ৫ বাইক

প্রতিদিন যাতায়াতের জন্য বেছে নিতে পারেন এই ৫ বাইক

রাস্তায় যানজটে বাসে বসে থেকে অফিসে কিংবা ক্লাসে দেরি হচ্ছে। নিত্যদিনের গল্প এটি। এজন্য অনেকেই দুই চাকার যান বেছে নিচ্ছেন যাতায়াতের জন্য। নারী-পুরুষ যে যার পছন্দমতো বাইক কিনছেন। সাধ্যের মধ্যে ভালো মাইলেজ দেয় এমন অনেক বাইক রয়েছে।

Advertisement

চলুন প্রতিদিন যাতায়াতের জন্য ভালো মাইজেল দেয় এবং দামও নাগালের মধ্যে এমন কিছু বাইকের খোঁজ জেনে নেওয়া যাক-

হিরো স্প্লেন্ডার প্লাসতালিকার প্রথম নম্বরে রয়েছে হিরো স্প্লেন্ডার প্লাস বাইক। বাংলাদেশের একটি জনপ্রিয় মোটরসাইকেল। এটি একটি নির্ভরযোগ্য কমিউটার বাইক, যা জ্বালানি সাশ্রয়ী এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত। এই বাইকের মাইলেজ প্রতি লিটারে ৭০-৮০.৬ কিলোমিটার। বাংলাদেশে এর দাম প্রায় ১ লাখ ১৬ হাজার টাকা থেকে শুরু, তবে ভেরিয়েন্ট ও শোরুম ভেদে দাম ভিন্ন হতে পারে।

বাজাজ প্লাটিনা ১০০দ্বিতীয় বাইকটি হলো বাজাজ প্লাটিনা ১০০। বাজাজের দামি বাইকের পাশাপাশি কমের মধ্যে এমন কিছু বাইক আছে যা খুবই জনপ্রিয়। তার মধ্যে এটি একটি। এই বাইকটি প্রতি লিটারে ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। এই বাইকটি ১ লাখ ৩৬ হাজার টাকায় পাবেন।

Advertisement

টিভিএস রেডিয়নটিভিএস রেডিয়ন একটি জনপ্রিয় কমিউটার বাইক। বাংলাদেশে এর বর্তমান দাম ১ লাখ ৮ হাজার টাকা। অফিসিয়ালি টিভিএস রেডিয়নের মাইলেজ ৬৯ কিলোমিটার/লিটার বলা হলেও, ব্যবহারকারীর অভিজ্ঞতা থেকে দেখা যায় যে, সাধারণত ৫৫-৬০ কিলোমিটার/লিটার মাইলেজ পাওয়া যায়। তবে মাইলেজ নির্ভর করে বাইকের কন্ডিশন, রাস্তার অবস্থা, চালানোর ধরন, এবং অন্যান্য কিছু বিষয়ের উপর।

বাজাজ সিটি-১১০এক্সবাজাজ সিটি ১১০এক্স একটি জনপ্রিয় কমিউটার বাইক, যা ১১৫ সিসি ইঞ্জিন দ্বারা চালিত। এই বাইকের মাইলেজ শহরে প্রায় ৪৫ কিলোমিটার প্রতি লিটার এবং হাইওয়েতে প্রায় ৫০ কিলোমিটার প্রতি লিটার হয়ে থাকে। বাজাজ সিটি ১১০এক্স বাইকের বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা।

ইয়ামাহা রে জেডআর ১২৫একটি ১২৫ সিসির স্কুটার এটি। এই স্কুটারের ইঞ্জিন ১২৫ সিসির এবং এটি ৮.১০ বিএইচপি ৬৫০০ আরপিএম শক্তি উৎপন্ন করে। এর সর্বোচ্চ টর্ক ৯.৭০ এনএম ৫০০০ আরপিএম। মাইলেজের ক্ষেত্রে, রাইডাররা সাধারণত প্রায় ৪৭ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পেয়ে থাকেন। তবে এটি রাইডিং স্টাইল এবং রাস্তার অবস্থার উপর নির্ভর করে কিছুটা পরিবর্তিত হতে পারে। বর্তমান দাম প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা।

আরও পড়ুন বৃষ্টিতে বাইকের সাইলেন্সারে পানি ঢুকলে কী করবেন? বাইকের ‘এবিএস সিস্টেম’ আসলে কী জানেন?

কেএসকে/এএসএম

Advertisement