আইন-আদালত

বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট কার্যতালিকা থেকে বাদ

বিচার বিভাগীয় তদন্ত কমিশন চেয়ে রিট কার্যতালিকা থেকে বাদ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ (৩৯) নামে এক ব্যবসায়ীকে পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

Advertisement

সোমবার (১৪ জুলাই) হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ইউনুছ আলী আকন্দ। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন তিনি নিজেই।

তিনি জানান, আদালত বলেছেন এই ঘটনায় থানায় মামলা হয়েছে, আসামিরা গ্রেফতার হচ্ছে। তাই রিট চলবে না বলে রিটটি কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

Advertisement

এর আগে, এই নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছিল। রিটে, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেফতার করার নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছিল।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ইউনুছ আলী আকন্দ রোববার (১৩ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন।

গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। আর পুলিশ অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা করে।

এফএইচ/জেএইচ/জিকেএস

Advertisement