আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক স্থগিত, ১ আগস্টের মধ্যে সমঝোতার আশায় ইইউ

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক স্থগিত, ১ আগস্টের মধ্যে সমঝোতার আশায় ইইউ

যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১৩ জুলাই) এক ঘোষণায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন জানিয়েছেন, চলতি জুলাই মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যিক সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চিঠিতে নতুন করে ইইউ ও মেক্সিকোর পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। অন্যান্য দেশের মতো এই শুল্কহারও আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

ট্রাম্পের এই ঘোষণার পর ইইউ জানিয়েছিল, সোমবার মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তবে ২৭ দেশের এই জোট রোববার বলেছে, আপাতত পাল্টা শুল্ক কার্যকর না করে ১ আগস্ট পর্যন্ত সময় নেওয়া হবে, যাতে সমঝোতার সম্ভাবনা তৈরি হয়।

আরও পড়ুন>>

Advertisement

যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্কারোপ, ছাড় পেতে আশাবাদী বাংলাদেশ ১ আগস্টের সময়সীমা আর বদলাবে না, শুল্ক নিয়ে ট্রাম্পের সতর্কবার্তা ট্রাম্পের কঠোর শুল্কনীতি: এশিয়ার দেশগুলোই কেন প্রধান টার্গেট?

ব্রাসেলস থেকে ভর ডার লিয়েন বলেন, আমরা সবসময়ই বলেছি, আলোচনার মাধ্যমে সমাধানই আমাদের পছন্দ। তবে যদি কোনো চুক্তি না হয়, তাহলে আমরা পাল্টা ব্যবস্থার প্রস্তুতি চালিয়ে যাবো।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইইউ তাদের বৈশ্বিক বাণিজ্যিক সম্পর্ক বহুমুখীকরণের দিকে নজর দিচ্ছে।

ট্রাম্প প্রশাসনের মতে, আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় নিরাপত্তার হুমকি’। ২০২৪ সালে ইইউ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কের পরিমাণ ছিল ১ দশমিক ৭ ট্রিলিয়ন ইউরো (প্রায় ২ ট্রিলিয়ন মার্কিন ডলার)। ইউরোপের প্রধান রপ্তানিপণ্যগুলোর মধ্যে রয়েছে ওষুধ, গাড়ি, প্লেন, রাসায়নিক দ্রব্য, চিকিৎসা যন্ত্রপাতি এবং মদজাতীয় পানীয়।

ইইউর বাণিজ্যমন্ত্রীরা সোমবার যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক পর্যালোচনার জন্য বৈঠকে বসবেন।

Advertisement

সূত্র: এপি, ইউএনবিকেএএ/